প্রিয়
অভিভাবকবৃন্দ, আপনারা নিশ্চয়ই আপনাদের ছোট্ট অতিথির
পোশাক কেনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমরাও অপেক্ষা
করছি। আমরা আপনাদের আবেগটা বুঝি। আপনজনের জন্য
কিছু করতে পারাটাও আমাদের জন্য অসীম শান্তির। আমরা জানি, আপনারা
সেরাটাই চাচ্ছেন। কিন্তু আপনি জানেন কি কোনটা
সেরা? আর সে সেরাটা কিভাবে খুঁজে বের করতে
হয়?
চিন্তার
কিছু নেই। আমরাই আপনাকে সাহায্য করবো। আমাদের বিশাল কালেকশন যদি আপনাদের খুশি না করতে পারে, তবে ধরে নেবো আমরা আপনাদের প্রয়োজন এবং আবেগটা
ধরতে পারিরি। আমাদের পোশাকের ব্যাপারে
আমরা খুবই আত্মবিশ্বাসী। দেখে নিন, আমাদের পোশাক কেনো সেরা।
সেরা কাপড় ও উপকরণ দিয়ে তৈরি
আমাদের
পোশাকগুলো সেরা কাপড় এবং উপকরণ দিয়ে তৈরি। আমাদের পোশাকের মান নিয়ে আমরা বেশ সন্তুষ্ট। আর এজন্যই
পোশাকগুলো কেনার জন্য আপনাদের পরামর্শ দিচ্ছি।
আরো বেশি নরম ও আরামদায়ক, শুধুমাত্র আপনার ছোট্ট সোনার জন্য
আমাদের
এ পোশাকগুলো অতি নরম এবং আরামদায়ক কাপড় দিয়ে তৈরি। এ পোশাকগুলো
পরলে আপনার ছোট্ট শিশু খুবই আরাম অনুভব করবে। আর এতে সে
খুব স্বচ্ছন্দে থোকতে পারবে।
নিঁখুতভাবে সেলাই করা, স্বস্তিতে থাকার আশ্বাস
আমাদের
পোশাকগুলো খুবই নিঁখুতভাবে সেলাই করা। এবং প্রত্যেকটা কাপড় আমাদের আলাদা করে চেক করা। আমাদের ডিজাইনে
এমন কোনো অ্যাম্ব্রয়ডায়ি বা অন্যকোন উপকরণ নেই যা আপনার ছোট্ট শিশুর অস্বস্তির কারণ
হবে।
ধোয়া এবং সুগন্ধিযুক্ত
ছোট্ট
বাবুদের জন্য তৈরি করা প্রত্যেকটি কাপড়ই আমরা ধুয়ে প্রস্তুত করে রাখি। যাতে কেনার
পরই সরাসরি কাপড়টি বাবুকে পরানো যায়। শুধু তাই নয়, কাপড়গুলোতে আমরা শিশুদের উপযুক্ত সুগন্ধি যুক্ত করি যাতে ছোট্ট বাবুর জন্য
তা আনন্দের কারণ হয়।
নানা ধরনের রঙের সমাহার
আমাদের
পোশাকগুলোতে বিভিন্ন রঙ এবং ডিজাইন ব্যবহার করা হয়েছে। আপনার ছোট্ট
সোনার জন্য আপনার যে রঙ বা ডিজাইন পছন্দ হয়, সেটাই বেঁছে নিতে পারবেন। আশা করি ডিজাইন এবং রঙ আপনাদের নিরাশ করবে না।
আপনার নতুন অতিথির গায়ে দারুণ মানিয়ে যায়
আমাদের
পোশাকের ডিজাইনের প্রতি আমাদের অগাধ বিশ্বাস অছে। কথা দিচ্ছি, আমাদের পোশাকগুলো আপনার ছোট্ট সোনার গায়ে দারুণভাবে মানাবে।
Comments
Post a Comment