পিতা-মাতা সন্তানের জন্য কত কষ্ট সহ্য করতে পারে আর কত অসাধ্য সাধনের চেষ্টা করে তার একটা দিক জানতে দেখতে হবে ‘দ্য স্কাই ইজ পিংক’ মুভিটা। স্পয়লার দিয়ে মজা নষ্ট করবো না। তাই কাহিনীর দিকে যাবো না অতটা। কিন্তু যে চমৎকার কনটেন্টের কারণে আপনাকে মুভিটা দেখতে হবে তা নিয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো। পিতা-মাতার জন্য সবচেয়ে আনন্দের বিষয় হলো সন্তানের মুখ দর্শন। এ ব্যাপারে কোন দ্বিমত নেই। যে সকল দম্পতিদের সন্তান হয় না তারা হয়তো সন্তানের মর্মটা আরো বেশি বোঝেন। কিন্তু এমনও এক সময় হয়, যখন সন্তান আসবে এই সংবাদ শুনে শঙ্কা কাজ করে। হয়তো ভাবছেন, এ আবার কেমন বাবা-মা যারা সন্তানকে পৃথিবীতেই আসতে দিতে চান না। তাহলে আপনাকে বলবো, ঘটনার পেছনে কারণ থাকে। এতো সহজে কাউকে বিচার করাটা ঠিক নয়। কেন এই দম্পতি আবার সন্তান নিতে শঙ্কিত ছিল তা জাজ করার জন্য আপনাকে মুভিটা দেখতে হবে। দেখলেই উত্তর পাওয়া যাবে। সন্তানদের নিয়ে পিতা-মাতার জীবন সংগ্রাম খুব কষ্টের। তাদের সেই চেষ্টার কোন তুলনা হয় না। কিন্তু সেই কষ্টটা কখনও সন্তানের উপর চাপিয়ে দিতে নেই। সন্তানের সাথে বন্ধুসুলভ মেলামেশা সন্তানের মনোদৈহিক বৃদ্ধিত...