বিশ্বকাপ ফুটবল ২০১৪। একজন খেলোয়ার মাঠে প্রবেশ করলেন। ঝিগঝ্যাগ স্টাইলের হেয়ার কাট। কেউ করল প্রশংসা , কেউবা সমালোচনা। কিন্তু কেউ খবর রাখল না , বুঝতেও পারলনা তার হেয়ার স্টাইলের কারণ। হেয়ার কাটের আবার কারণও থাকে ! যে কারণে তার এ হেয়ার কাট এরিক নামের একটি শিশুর মস্তিস্ক অপারেশন হয়েছিল। তার মাথার ডানপাশেও ছিল এ রকম দাগ। তার প্রতি সম্মান জানাতেই ছিল হেয়ার কাট। শিশুটি খেলোয়ারের রক্তের সম্পর্কের কেউ ছিল না। ছিল না তার দেশেরও অধিবাসী। স্প্যানিশ এই শিশুটির মা-বাবা তার সাথে যোগাযোগ করে। তাদের দশ মাস বয়সের শিশুর অপারেশনের জন্য চ্যারিটি অকশন করতে। তাদের চাওয়া ছিল একটি জার্সি ও বুট। কিন্তু তিনি আরও কয়েক ধাপ এগিয়ে এসে তাদের চমকে দিলেন। বললেন , শিশুটির অপারেশনের খরচের দায়িত্ব নিবেন। অপারেশনের জন্য দিলেন পঞ্চাশ হাজার ডলার। অপারেশন পরবর্তি প্রতি সেশন ও ওষুধের জন্য পাঁচ হাজার ডলার করে। তিনি ট্যাটু করেন না হালের ফ্যাশন ট্যাটু। না করলে যেন সেকেলেই রয়ে গেলেন কেউ। সেই খেলোয়ারটি ট্যাটু করেন না। আজব! ট্যাটু করলে কি না করলেই বা কি ? ট্যাটুর জন্য শারিরিক কিছু রোগ হত...