জ্ঞান শহরের দরজা- আসাদুল্লহ সায়্যিদেনা মাওলা আলী (রদ্বিআল্লাহু
তায়ালা আনহু, কাররামাল্লাহু ওয়াজহুল কারীম) বলেছিলেন, অন্যের সমালোচনা করা
সহজ, নিজের সমালোচনা করা কঠিন। সবচেয়ে বড় প্রতিশোধ হলো নিজেকে উন্নত করা।
মানুষ হিসেবে আমি প্রচণ্ড রকমের একগুঁয়ে/ঘাড়ত্যাড়া, দুঃখবাদী, সেল্ফ সেন্ট্রিক (খেয়ালখুশি মতো চলা অর্থে), অতি আবেগী, অনেকাংশে পাষাণ হৃদয়ের, আকাশ কুসুম কল্পনাবাজ এবং খালি কলসি। আরো অনেক খারাপ গুণ আমার আছে। কিন্তু বলা শুরু করলে নিজেকে শুধু গালি দিতেই ইচ্ছা করবে। লেখা কিংবা আত্ম সমালোচনা কোনটাই আর করা হয়ে উঠবে না।
এই স্বভাবগুলোর কারণে আমি যে একাই ক্ষতিগ্রস্ত হই তা নয়। আমার সাথে যারা থাকে তারাও অনেক সময় ক্ষতির সম্মুখীন হয়। একগুঁয়ে স্বভাবের কারণে অনেক সময় নিজে যেটা বুঝি তার বাইরে যেতে চাই না। সময়ের সাথে মানুষের ধারণা পাল্টায়। আমারও পাল্টায়। কিন্তু একগুঁয়ে স্বভাবের কারণে সেই সময়ে নেওয়া ভুল সিদ্ধান্ত/ ভুল ধারণার কারণে নিজে ক্ষতিগ্রস্ত হই আর অন্যকে ক্ষতিগ্রস্ত করি।
আমি কষ্ট পেতে ভালোবাসি। আমি অধিকাংশ সময় নিজেকে দুঃখে পতিত অবস্থায় কল্পনা করি। এবং তার সাথে আকাশ কুসুম কল্পনাবাজ বলে সে অবস্থা থেকে ড্রামাটিক ওয়েতে নিজেকে আবার বের করে আনতে সক্ষম হই। নিজেকে রাষ্ট্রপ্রধান হিসেবে কল্পনা করি! একগুঁয়ে মনমানসিকতা নিয়ে আবার জনকল্যাণের কথাও ভাবি! এদিকে আবার ফুটো পয়সা না থাকার পরও দানশীল মহসিন সাজতে ইচ্ছা করে! যার নিজের পরিবারের ভাত জোটানোর ক্ষমতা নেই সে আবার দারিদ্রমুক্ত সমাজের স্বপ্ন দেখে!
আবেগ আমার কন্ট্রোল করা হয়ে ওঠে না। আবেগের কারণে অন্তর সহজে গলে যায়। ওদিকে পাষাণ হৃদয় আমার আবেগকে ছুড়ে ফেলে দেয়। ফলে খানিক নরম হৃদয় আমার আবার শক্ত হয়ে যায়। নিজের খেয়াল খুশি মতো চলা খারাপ কিছু না। কিন্তু এই খেয়াল খুশি মতো চলে নিজেকে এবং আমার পরিবারকে অনেক বিপদে ফেলেছি/ফেলছি। এখনও সেই স্বভাব আমার গেলো না।
আমি একটা খালি কলসি যেটা বাজে বেশি। কিছুই নই আমি, তারপরেও ভাবখানা এমন যে আমি তুমুল জনপ্রিয় কোন ব্যক্তি! আমি একজন প্রাজ্ঞ লোক, ভালো লেখক, পরোপকারী আরও কত কী! কিন্তু বাস্তবতা হলো আরিফ বিল্লাহ্, তুমি একটা মাকাল ফল, যার বাহির দিকটা দেখতে খুব সুন্দর কিন্তু ভেতরটা অন্তঃসারশূন্য, জঘন্য আর দুর্গন্ধে ভরা!!!
মানুষ হিসেবে আমি প্রচণ্ড রকমের একগুঁয়ে/ঘাড়ত্যাড়া, দুঃখবাদী, সেল্ফ সেন্ট্রিক (খেয়ালখুশি মতো চলা অর্থে), অতি আবেগী, অনেকাংশে পাষাণ হৃদয়ের, আকাশ কুসুম কল্পনাবাজ এবং খালি কলসি। আরো অনেক খারাপ গুণ আমার আছে। কিন্তু বলা শুরু করলে নিজেকে শুধু গালি দিতেই ইচ্ছা করবে। লেখা কিংবা আত্ম সমালোচনা কোনটাই আর করা হয়ে উঠবে না।
এই স্বভাবগুলোর কারণে আমি যে একাই ক্ষতিগ্রস্ত হই তা নয়। আমার সাথে যারা থাকে তারাও অনেক সময় ক্ষতির সম্মুখীন হয়। একগুঁয়ে স্বভাবের কারণে অনেক সময় নিজে যেটা বুঝি তার বাইরে যেতে চাই না। সময়ের সাথে মানুষের ধারণা পাল্টায়। আমারও পাল্টায়। কিন্তু একগুঁয়ে স্বভাবের কারণে সেই সময়ে নেওয়া ভুল সিদ্ধান্ত/ ভুল ধারণার কারণে নিজে ক্ষতিগ্রস্ত হই আর অন্যকে ক্ষতিগ্রস্ত করি।
আমি কষ্ট পেতে ভালোবাসি। আমি অধিকাংশ সময় নিজেকে দুঃখে পতিত অবস্থায় কল্পনা করি। এবং তার সাথে আকাশ কুসুম কল্পনাবাজ বলে সে অবস্থা থেকে ড্রামাটিক ওয়েতে নিজেকে আবার বের করে আনতে সক্ষম হই। নিজেকে রাষ্ট্রপ্রধান হিসেবে কল্পনা করি! একগুঁয়ে মনমানসিকতা নিয়ে আবার জনকল্যাণের কথাও ভাবি! এদিকে আবার ফুটো পয়সা না থাকার পরও দানশীল মহসিন সাজতে ইচ্ছা করে! যার নিজের পরিবারের ভাত জোটানোর ক্ষমতা নেই সে আবার দারিদ্রমুক্ত সমাজের স্বপ্ন দেখে!
আবেগ আমার কন্ট্রোল করা হয়ে ওঠে না। আবেগের কারণে অন্তর সহজে গলে যায়। ওদিকে পাষাণ হৃদয় আমার আবেগকে ছুড়ে ফেলে দেয়। ফলে খানিক নরম হৃদয় আমার আবার শক্ত হয়ে যায়। নিজের খেয়াল খুশি মতো চলা খারাপ কিছু না। কিন্তু এই খেয়াল খুশি মতো চলে নিজেকে এবং আমার পরিবারকে অনেক বিপদে ফেলেছি/ফেলছি। এখনও সেই স্বভাব আমার গেলো না।
আমি একটা খালি কলসি যেটা বাজে বেশি। কিছুই নই আমি, তারপরেও ভাবখানা এমন যে আমি তুমুল জনপ্রিয় কোন ব্যক্তি! আমি একজন প্রাজ্ঞ লোক, ভালো লেখক, পরোপকারী আরও কত কী! কিন্তু বাস্তবতা হলো আরিফ বিল্লাহ্, তুমি একটা মাকাল ফল, যার বাহির দিকটা দেখতে খুব সুন্দর কিন্তু ভেতরটা অন্তঃসারশূন্য, জঘন্য আর দুর্গন্ধে ভরা!!!
Comments
Post a Comment