মন কখনও বাস্তবে বসবাস করতে চায় না। বাস্তবতা বড় কঠিন। শুধু কঠিন বলবে ভুল হবে, বাস্তবতা সাপোর্টিভ না। সব সময় বাধা দেয়, কষ্ট দেয়, সামনে আগাতে দেয় না। আর তাই মন একটু আরাম পাওয়ার আশায়, একটু সুখ লাভ করার আশায় ফ্যান্টাসি তে প্রবেশ করে। কিন্তু এই ফ্যান্টাসি র জগত তার জন্য এক সময় বাধা আর কষ্ট হয়ে দাঁড়ায়। তখন বাস্তবতা তার কাছে ফ্যান্টাসি হয়ে যায়। আর ফ্যান্টাসি হয় তার বাস্তবতা। এজন্য ফ্যান্টাসি আর বাস্তবতাটা বোঝা খুব জরুরী। আসুন বাস্তবতার জগত থেকে একটু ফ্যান্টাসি র জগত থেকে ঘুরে আসি। শ্রাবণ/শ্রাবন্তী (কাল্পনিক) জীবনে বড় কিছু করতে চায়। স্বপ্ন দেখে নিজে একটা উদ্যোগ নিবে। এক সময় বড় কোম্পানির কর্ণধার হবে। সে চাকরি করবে না। চাকরি দিবে। এ স্বপ্ন তার স্নাতক পর্যায় থেকে। এখন সে স্নাতকোত্তর শেষ করে বসে আছে। প্রতিদিন সে স্বপ্ন দেখছে- সিইওর চেয়ারে বসে সবাইকে লিড দিচ্ছে। তার ব্যবসা প্রতিষ্ঠান শ্রেষ্ঠ হিসেবে পুরস্কৃত হয়েছে পরপর চারবার। সে পেয়েছে তরুণ উদ্যোক্তার স্বীকৃতি। ব্রিটেনের রানী এলিজাবেথ কিংবা আরব আমিরাতের প্রেসিডেন্ট খলিফা বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান তার সাথে হাস্যোজ্জ্বলভাবে ক...