Skip to main content

Posts

Showing posts from December, 2018

এক অন্য রকম রোনালদো

বিশ্বকাপ ফুটবল ২০১৪। একজন খেলোয়ার মাঠে প্রবেশ করলেন। ঝিগঝ্যাগ স্টাইলের হেয়ার কাট। কেউ করল প্রশংসা , কেউবা সমালোচনা। কিন্তু কেউ খবর রাখল না , বুঝতেও পারলনা তার হেয়ার স্টাইলের কারণ। হেয়ার কাটের আবার কারণও থাকে ! যে কারণে তার এ হেয়ার কাট এরিক নামের একটি শিশুর মস্তিস্ক অপারেশন হয়েছিল। তার মাথার ডানপাশেও ছিল এ রকম দাগ। তার প্রতি সম্মান জানাতেই ছিল হেয়ার কাট। শিশুটি খেলোয়ারের রক্তের সম্পর্কের কেউ ছিল না। ছিল না তার দেশেরও অধিবাসী। স্প্যানিশ এই শিশুটির মা-বাবা তার সাথে যোগাযোগ করে। তাদের দশ মাস বয়সের শিশুর অপারেশনের জন্য চ্যারিটি অকশন করতে। তাদের চাওয়া ছিল একটি জার্সি ও বুট। কিন্তু তিনি আরও কয়েক ধাপ এগিয়ে এসে তাদের চমকে দিলেন। বললেন , শিশুটির অপারেশনের খরচের দায়িত্ব নিবেন। অপারেশনের জন্য দিলেন পঞ্চাশ হাজার ডলার। অপারেশন পরবর্তি প্রতি সেশন ও ওষুধের জন্য পাঁচ হাজার ডলার করে।     তিনি ট্যাটু করেন না হালের ফ্যাশন ট্যাটু। না করলে যেন সেকেলেই রয়ে গেলেন কেউ। সেই খেলোয়ারটি ট্যাটু করেন না। আজব! ট্যাটু করলে কি না করলেই বা কি ? ট্যাটুর জন্য শারিরিক কিছু রোগ হত...

কেমন হওয়া উচিত আমাদের শিক্ষা ব্যবস্থা?

আমেরিকান বিখ্যাত উপন্যাসিক গেইল গুডউইনের বলেছিলেন, উত্তম শিক্ষাদান পদ্ধতি হলো- “এক চতুর্থাংশ প্রস্তুতি , তিন চতুর্থাংশ উপস্থাপনা”। আমেরিকার বিখ্যাত দার্শনিক ও শিক্ষা সংস্কারক জন ডিউয়ির মতে, “আমরা যদি আজকের শিশুদের গতকালের মতো করে পড়াই তাহলে আমরা তাদের আগামীকাল ছিনিয়ে নিলাম”। কিন্তু বাস্তবতা হলো বিশ্বের অধিকাংশ রাষ্ট্রেই (বাংলাদেশ সহ) শিক্ষার ক্ষেত্রে এই দর্শনগুলো অনুপস্থিত। এমনকি খোদ আমেরিকাতেও এর বাস্তব প্রয়োগ দেখা যায় না। গেইল গুডউইন এবং জন ডিউয়ি বোঝাতে চেয়েছেন শিক্ষার্থীদের শেখাতে গেলে শিক্ষকদের নিত্য নতুন পদ্ধতির চর্চা করতে হবে। এবং তা শিক্ষার্থীদের উপস্থাপন করার আগে নিজে ভালো করে রিহার্সল করে নিতে হবে। আর এগুলো না করলে আমাদের শিক্ষার্থীরা পিছিয়ে পড়ে যাবে, পড়ার আগ্রহ হারাবে।   দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশে পরিমাণকে গুণমানের চেয়ে গুরুত্ব দেওয়া হয়। কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাস করলো কিংবা জিপিএ ফাইভ পেলো এটাকে সফলতা বলে ধরে নেওয়া হয়। অথচ গুরুত্বের জায়গাটা হওয়া দরকার ছিল শিক্ষার্থীরা কতটা শিখতে পারছে তার উপর। এতে লাভটা হতো শেষে বা আসল জায়গায় এসে। প্...