Skip to main content

Posts

Showing posts from March, 2020

আত্ম সমালোচনা

জ্ঞান শহরের দরজা- আসাদুল্লহ সায়্যিদেনা মাওলা আলী (রদ্বিআল্লাহু তায়ালা আনহু, কাররামাল্লাহু ওয়াজহুল কারীম) বলেছিলেন, অন্যের সমালোচনা করা সহজ, নিজের সমালোচনা করা কঠিন। সবচেয়ে বড় প্রতিশোধ হলো নিজেকে উন্নত করা। মানুষ হিসেবে আমি প্রচণ্ড রকমের একগুঁয়ে/ঘাড়ত্যাড়া, দুঃখবাদী, সেল্ফ সেন্ট্রিক (খেয়ালখুশি মতো চলা অর্থে), অতি আবেগী, অনেকাংশে পাষাণ হৃদয়ের, আকাশ কুসুম কল্পনাবাজ এবং খালি কলসি। আরো অনেক খারাপ গুণ আমার আছে। কিন্তু বলা শুরু করলে নিজেকে শুধু গালি দিতেই ইচ্ছা করবে। লেখা কিংবা আত্ম সমালোচনা কোনটাই আর করা হয়ে উঠবে না। এই স্বভাবগুলোর কারণে আমি যে একাই ক্ষতিগ্রস্ত হই তা নয়। আমার সাথে যারা থাকে তারাও অনেক সময় ক্ষতির সম্মুখীন হয়। একগুঁয়ে স্বভাবের কারণে অনেক সময় নিজে যেটা বুঝি তার বাইরে যেতে চাই না। সময়ের সাথে মানুষের ধারণা পাল্টায়। আমারও পাল্টায়। কিন্তু একগুঁয়ে স্বভাবের কারণে সেই সময়ে নেওয়া ভুল সিদ্ধান্ত/ ভুল ধারণার কারণে নিজে ক্ষতিগ্রস্ত হই আর অন্যকে ক্ষতিগ্রস্ত করি। আমি কষ্ট পেতে ভালোবাসি। আমি অধিকাংশ সময় নিজেকে দুঃখে পতিত অবস্থায় কল্পনা করি। এবং তার সাথে আকাশ কুসুম কল্...