কখনও শুনেছেন গেমস খেললে কেউ কাঁদে। আমরা নিশ্চিত আপনারা সে রকম কথা শুনেনওনি আর সে রকম গেমস খেলেনওনি। গেমস দিবে বিনোদন, কষ্ট দিবে কেনো এরকম প্রশ্ন করতে পারেন। আপনাদের কথাটা ফেলে দেওয়ার মতো না। কিন্তু গেমসের কাহিনী যদি হয় সে রকম মর্মস্পর্শী তাহলে ইচ্ছা করলেও কি আর বিনোদন লাভ করা যায়। সে রকমই একটি গেমস হলো লাইলা অ্যান্ড দ্য শাডোস অফ ওয়ার । চলুন না কথা না বাড়িয়ে জেনে আসা যাক এই গেমস সম্পর্কে। গেমসের স্টোরিটা যেমন যুদ্ধ বিধ্বস্ত গাজার একটি পরিবারে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনাই এ গেমসের মূল উপজীব্য। কিন্তু সে পরিবারের গল্পই যেনো পুরো গাজায় ঘটে যাওয়া অমানবিক যুদ্ধের প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে। গেমটির ইনট্রোটা খুবই মর্মস্পর্শী। ইনট্রোতে বলা হয়েছে, “যখন আপনি একটি যুদ্ধ বিধ্বস্ত এলাকায় বাস করবেন যেখানে মৃত্য প্রতিনিয়ত সবাইকে তাড়া করে বেড়ায়। সেখানের ছবিটা অনেক ভিন্ন এবং সিদ্ধান্তটা অনেক কঠিন। আপনার ভাগ্যকে এ যুদ্ধের স্থানে আপনার পরিবার পরিজন নিয়ে যুদ্ধের ছায়া থেকে বাঁচার চেষ্টায় কল্পনা করুন।” “সময় আপনার বিরুদ্ধে, আপনার পরিবার ভীষণ বিপদে, কোথাও লুকানোর জায়গা নেই, কিছু ক...